রংপুরের পীরগঞ্জে থানার ওসিসহ আরও ২জন করোনা আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আবারও নতুন করে আরও ২জন করোনা আক্রান্ত হয়েছে। গত সমবার স্বাস্থ্যবিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ১জন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র এবং অপরজন উপজেলার শানের হাট এলাকার ব্যাংক কর্মকর্তা বলে জানাযায়। করোনা আক্রান্ত দম্পতিদ্বয় উভয়েই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, গত ৪ জুলাই পীরগঞ্জ থানার ওসি ও ব্যাংক কর্মকর্তার শরীরে করোনার উপসর্গ দেখাদিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তাহাদের নমুনা পরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৬ জুলাই সন্ধ্যায় উভয়ের রির্পোট করোনা পজেটিভ আসে। পরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের স্ব স্ব প্রতিষ্ঠানের ও পরিবারের সদস্যেদের হোম কোয়ারাইন্টেন এ থাকার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, পীরগঞ্জে এ পর্যন্ত করোনা আক্রান্তে সংখ্যা দাড়ালো ২৪ জনে।